খালেদা জিয়ার বিরুদ্ধে ফরমায়েশী রায় দেয়া হয়েছে : রিজভী

0
268

খবর৭১: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে রায় দেওয়া হয়েছে সেটা ফরমায়েশী রায় বলে অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বেলা ১১ টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অভিযোগ করেন তিনি।

এসময় রিজভী বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে রায় দেয়ার ফলে বিএনপিতে ঐক্য আরো সুদৃঢ় হয়েছে। বেগম জিয়াকে তার স্বামীর স্মৃতিবিজড়িত বাড়ি থেকেও এক কাপড়ে উচ্ছেদ করা হয়েছে। বালুর ট্রাক দিয়ে বার বার তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিলো। এ সরকারের মানুসিক নির্যাতনে অকালেই তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো ঝরে গেছেন। ছেলের মৃতদেহ নিয়ে তাকে তার কার্যালয়ে দিন কাটাতে হয়েছে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার উপর একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বিভিন্নভাবে তাকে হয়রানি, হেনস্থার শিকার হতে হয়েছে। নির্বাচনি বৈতরণী পার হতেই আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে সাজা দিয়েছে।

রুহুল কবির রিজভী এসময় জানান, গঠণতন্ত্র অনুযায়ী খালেদা জিয়ার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here