খালেদা জিয়ার বিচার :আদালত বসেছে পুরনো কারাগারে

0
230

খবর৭১ঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে আদালত বসেছে ঢাকার নাজিম উদ্দিন রোডস্থ পুরনো কেন্দ্রীয় কারাগারে। এ উপলক্ষে কারাগারের আশপাশে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বসেছে বিশেষ এই আদালত, শুরু হয়েছে মামলার শুনানি।
শুনানিকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরনো কারাগারের সামনের সড়কে যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে আশপাশের দোকানপাটও। মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। ফায়ার সার্ভিসের গাড়িও প্রস্তুত রাখা হয়েছে।

এক পুলিশ কর্মকর্তা জানান, আদালতের কার্যক্রমকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সড়ক দিয়ে যাওয়া প্রত্যেক পথচারীকে তল্লাশি করা হচ্ছে। এছাড়া কোনো রিকশাও প্রবেশ করতে দেয়া হচ্ছে না এদিকে।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার সম্পন্ন করতে ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালত স্থাপন করে গেজেট প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here