খালেদা জিয়ার দণ্ড বাড়াতে রোববার দুদকের আবেদন

0
290

খবর ৭১:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড আরও বাড়াতে আপিল আবেদন করবে দুর্নীতি দমন কমিশন-দুদক।

রোববার হাইকোর্টে এ আবেদন করা হবে বলে বুধবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান জানান।

তিনি বলেন, দুদকের সিদ্ধান্তে এরই মধ্যে আপিল আবেদন প্রস্তুত করা হয়েছে। আগামী রোববার এ আবেদন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হবে।

জানা গেছে, গত সোমবার দুদকের এক সভায় সাবেক খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করার সিদ্ধান্ত নেয়া হয়। পরে এ সিদ্ধান্ত জানিয়ে দুদক আইনজীবীদের এ সংক্রান্ত সব আইনগত প্রস্তুতি নিতে বলা হয়।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

এ মামলায় তারেক রহমানসহ অপর পাঁচ আসামিকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

রায়ে বলা হয়, অর্থ আত্মসাতের অভিযোগ প্রামাণিত হলেও বয়স ও সামাজিক মর্যাদা বিবেচনা করে খালেদা জিয়াকে ১০ বছরের পরিবর্তে পাঁচ বছর সাজা দেয়া হল।

জানা গেছে, দুদকের পক্ষ থেকে হাইকোর্টে খালেদা জিয়ার দণ্ড ১০ বছর করতে আবেদন করা হবে।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here