খালেদা জিয়াকে সাজা দেয়ার প্রতিবাদে মাদারীপুরে আইনজীবী ফোরামের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

0
312

মাদারীপুর থেকে সংবাদদাতা :
জিয়া অরফানেজ ট্রাস্ট দূর্নীতি মামলায় তিন বারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে সাজা দেওয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাদারীপুর জেলার উদ্যোগে মঙ্গলবার দুপুরে জজকোর্ট আইনজীজি সমিতির সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সদ্য কারামুক্ত মাদারীপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব জাহান্দার আলী জাহান এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সদ্য কারামুক্ত এ্যাড. জামিনুর হোসেন মিঠু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাডঃ গোলজার আহমেদ চিশতী, সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এাড. জাফর আলী মিয়া, পৌর বিএনপির সভাপতি এ্যাডঃ শরীফ সাইফুল কবীর, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ সাইফুর রহমান, মাদারীপুর জেলা আইনজীবি সমিতির সাধারন সসম্পাদক এ্যাডঃ রেজাউল করীম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী রাসেল খান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ মহসীন মোড়ল, থানা ছাত্রদল সাংগনিক সম্পাদক এস. এম. তুহিন, ছাত্রদল নেতা ইরাদ মুন্সী, জাকির হোসেন, শাহিন চোকিদার ও বাস্তহারাদলের সভাপতি বুলি বেগম, শুকুর মিয়া, রনি সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মাদারীপুর জেলা শাখার সভাপতি এ্যাড. বদিউজ্জামান বাদল। সমাবেশে বক্তরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি না দিলে রাজপথে দুর্বার আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here