খালাস চেয়ে খালেদা জিয়ার আপিল শুনানি ৮ আগস্ট পর্যন্ত মুলতবি

0
288

খবর ৭১ঃজিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজার বিরুদ্ধে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিলের শুনানি আগামী ৮ আগস্ট পর্যন্ত মুলতবি করেছেন হাইকোর্ট।

বুধবার শুনানির সময় আদালতে খালেদা জিয়ার কোনো আইনজীবী উপস্থিত না থাকায় বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১২ জুলাই থেকে এই বেঞ্চে এ আপিল শুনানি শুরু হয়। বুধবার ১২তম দিনের শুনানি হবার কথা ছিল।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে জামিনের মেয়াদ ৮ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করেন হাইকোর্ট। ওইদিন আপিলের শুনানিতে এক দিনের সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেন।

তবে বুধবার সকালে খালেদা জিয়ার পক্ষে আইনজীবী বদরুদ্দোজা বাদল ও কায়সার কামাল আদালতে বলেন, এ মামলার সিনিয়র আইনজীবীরা আপিল বিভাগে রয়েছেন। এজন্য শুনানি করতে তারা সময় প্রার্থনা করেন।

এরপর আদালতে খালেদা জিয়ার পক্ষে কোনো আইনজীবী না থাকায় শুনানি মুলতবির আদেশ দেন হাইকোর্ট। আদেশে আদালত বলেন, খালেদা জিয়ার ২৫ জন আইনজীবীর মধ্যে কাউকে শুনানির সময় পাওয়া যায়নি। এজন্য ৮ আগস্ট পর্যন্ত মুলতবি করা হল। এ সময় দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আদালতে উপস্থিত ছিলেন।

গত ৮ ফেব্রুয়ারি বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড গ্রাউন্ডে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান মামলাটিতে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দেন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল,ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, ড. কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ড দেন আদালত।

রায় ঘোষণার ১১ দিন পর ১৯ ফেব্রুয়ারি বিকালে রায়ের সার্টিফায়েড কপি বা অনুলিপি হাতে পান খালেদা জিয়ার আইনজীবীরা। এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ২০ফেব্রুয়ারি তারা এ আবেদন করেন।

২২ ফেব্রুয়ারি সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানির জন্য গ্রহণ এবং অর্থদণ্ড স্থগিত করে নথি তলব করেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here