ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়ির দরজা থেকে কেউ খালি হাতে ফেরেননি

0
316

খবী৭১ঃঈদুল ফিতরে নড়াইল-২ আসনের এমপি ও ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়ির দরজা থেকে কেউ খালি হাতে ফেরেননি। তার বাবা গোলাম মুর্তজা বৃষ্টি উপেক্ষা করে কয়েকশ নারী-পুরুষকে ফিতরা আর জাকাত দিয়েছেন।

এসময় সবাই তার বাসা থেকে হাসিমুখে ফিরে গেছেন বলে জানা গেছে।

রোববার মাশরাফির বাবা সবার মাঝে চার হাজার শাড়ি, এক হাজার লুঙ্গি এবং ১৩ লাখ টাকা বিতরণ করেছেন। এতসংখ্যক মানুষকে সামাল দিতে হিমশিম খেলেও কাউকে খালি হাতে ফেরাননি তিনি।

সবাইকে লাইনে দাঁড় করিয়ে একে একে ফিতরা আর জাকাতের কাপড় বিতরণ করেন। এ সময় প্রায় ৬ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং টাকা বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে গোলাম মুর্তজা বলেন, ফিতরা আর জাকাতের কাপড় বিতরণকালে আমেরিকা প্রবাসী মাশরাফির নানা (মায়ের মামা) চিকিৎসক হাসমাতুল ইসলাম ও মাশরাফির মামা নাহিদুল ইসলাম এ কাজে তাকে সহযোগিতা করেছেন।

এ সময় মাশরাফির বাবা উপস্থিত জনতা এবং দেশবাসীর কাছে জাতীয় ক্রিকেট দল ও দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here