ক্রাইস্টচার্চে নিহতদের স্মরণে তাকবির দিয়ে মাঠে নামলেন ফুটবলাররা

0
619

খবর ৭১ঃ
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদ হামলার ঘটনায় পুরো বিশ্ব শোকে কাতর। নৃশংস এই হত্যাকাণ্ডে নিহত ৪৯ মুসল্লির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে সবাই। তুরস্কের সুপার লিগের ফুটবলাররাও স্মরণ করেছেন নিহতদের। তাকবির দিয়ে ফুটবল ম্যাচ খেলতে মাঠে নামলেন তারা।

ম্যাচের আগে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধ হয়ে দাঁড়ান। এ সময় গ্যালারি থেকে ভেসে আসতে থাকে, ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর, লা ইলাহা ইল্লাহ, ওয়াল্লাহু আকবর, আল্লাহু আকবর, ওয়া লিল্লাহি আল হামদ।’

পুরো গ্যালারি তখন দাঁড়িয়ে। এ সময় তুরস্কের সুপার লিগের দুই দল ফেনারেবাচে ও সিভাসপোরের ফুটবলারদেরও তাকবির দিতে দেখা যায়।

ক্রাইস্টচার্চের দুই মসজিদ হামলায় এখন পর্যন্ত ৪৯ জন নিহতের খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে ৩ জন বাংলাদেশি রয়েছেন। এই হামলায় আহত হওয়া ৯০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here