ক্যারিবীয়দের বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) করলেন টাইগাররা।

0
529

খবর৭১:টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী উইন্ডিজকে এক ইনিংস ও ১৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে ক্যারিবীয়দের বাংলাওয়াশ (হোয়াইটওয়াশ) করলেন টাইগাররা।

টাইগারদের টেস্ট ইসিহাসের এমন জয় বিশ্ব গণমাধ্যমেরও চোখ এড়ায়নি। আন্তর্জাতিক গণমাধ্যমে সাকিব বাহিনীর ছিল প্রশংসায় মুগ্ধ।

ক্রিকেটের জনপ্রিয় ওয়েব সাইট ক্রিকইনফো ফলাও করে বাংলাদেশের জয়ের নিউজটি প্রকাশ করেছে। তারা শিরোনাম করেছে, ‘‘মেহেদির ১২ উইকেটে রেকর্ড জয় বাংলাদেশের।” এই সংবাদ মাধ্যম বলা হয়েছে, স্পিনারদের দাপটের কারণে ঢাকা টেস্টে জয় পেয়েছে বাংলাদেশ।

কলকাতার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার বাংলাদেশের জয় নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে। ‘‘বাংলাদেশ ইনিংসে হারাল ওয়েস্ট ইন্ডিজকে, মেহেদীর ১২ উইকেট” এমন শিরোনাম করেছে সংবাদ মাধ্যমটি। তারা বলছে, ওয়েস্ট ইন্ডিজ কে চুরমার করে সিরিজের দ্বিতীয় টেস্ট জিতল সাকিব আল হাসানের বাংলাদেশ। ঢাকায় রোববার জয় এল ইনিংস ও ১৮৪ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটাই বাংলাদেশের বৃহত্তম জয়।

ভারতের জনপ্রিয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া ক্রিকবাজের বরাদ দিয়ে বলছে, ওয়েস্ট ইন্ডিজকে ছিন্ন ভিন্ন করে টেস্টে বড় জয় পেল বাংলাদেশ।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বাংলাদেশের জয় নিয়ে একটু মজা করেই সংবাদ প্রকাশ করেছে। ‘‘স্পিনারদের বিধ্বস্ত বোলিং ও রিয়াদের চমৎকার ব্যাটিংয়ে।” তারা বলছে, স্পিনারদের দুর্দান্ত বোলিংয়ে এবং রিয়াদের চমৎকার ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জয় পেয়েছে বাংলাদেশ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here