কোটা সংস্কারের দাবিতে ফের ঢাকা -অারিচা মহসড়ক অবরোধ করেছে জাবি শিক্ষার্থীরা

0
477

জাবি প্রতিনিধি, নাইমুল হাসান কৌশিক: সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের দাবি ও বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক ফের অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি শাখার ব্যানারে ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে।এতে ক্যাম্পাসের বিভিন্ন হলের শিক্ষার্থী অংশ নেন।

ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বেলা ১০.৩০ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা গেট দিয়ে ঢাকা-আরিচা মহাসড়কে প্রবেশ করে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা পরে মহাসড়ক দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ অামার বোন রক্তাক্ত কেন প্রশাসন জবাব চাই, এ ধরনের স্লোগানে মুখরিত করছে রাজপথ।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here