কোটালীপাড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

0
232

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌরসভার ২০১৮-১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করেনছেন পৌর মেয়র মোঃ কামাল হোসেন শেখ। ১৪ জুন বেলা পৌর সম্মেলন কক্ষে অনুষ্ঠিতব্য পৌর বাজেট ঘোষণায় রাজস্ব খাতে আয় ধরেছেন, উপাংশ-০১ঃ ২,৭০,৮৭,৫০০ টাকা, উপাংশ-২ঃ ৩৬,০০,০০০ টাকা সর্বমোট আয় ধরা হয়েছে ৩,০৬,৮৭,৫০০টাকা। রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে, উপাংশ-১ঃ ২,৫২,৪৮,৪২৫টাকা, উপাংশ-২ঃ৩৬,০০,০০০টাকা, সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২,৮৮,৪৮,৪২৫ টাকা। সমাপ্তি জের ধরা হয়েছে ১৮,৩৯,০৭৫টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে, সাধারন উন্নয়ন- ১৮,৭২,৫০,০০০টাকা, গুরুত্বপুর্ণ ১৯ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প- ২২,০০,০০,০০০টাকা, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর) প্রকল্প- ৭০,১৫,০০,০০০ টাকা, জলবায়ু প্রকল্প- ১০,০০,০০,০০০টাকা, এলজিএসপি প্রকল্প- ৫,০০,০০,০০০টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ফেইজ-২) – ৮,০০,০০,০০০টাকা, উন্নয়ন খাতে সর্বমোট আয় ধরা হয়েছে- ১৩৩,৮৭,৫০,০০০টাকা। উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে, সাধারন উন্নয়ন- ১৮,৭২,৫০,০০০টাকা, গুরুত্বপুর্ণ ১৯ পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্প- ২২,০০,০০,০০০টাকা, তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ(সেক্টর) প্রকল্প- ৭০,১৫,০০,০০০টাকা, জলবায়ু প্রকল্প- ১০,০০,০০,০০০টাকা, এলজিএসপি প্রকল্প- ৫,০০,০০,০০০টাকা, গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ফেইজ-২)- ৮,০০,০০,০০০টাকা, উন্নয়ন খাতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে- ১৩৩,৮৭,৫০,০০০টাকা। সর্বমোট বাজেট ধরা হয়েছে, রাজস্ব বাজেট- ৩,০৬,৮৭,৫০০টাকা, উন্নয়ন বাজেট ১৩৩,৮৭,৫০,০০০টাকা, সর্বমোট বাজেট ১৩৬,৯৪,৩৭,৫০০টাকা। র্সবমোট প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে- ১৩৬,৯৪,৩৭,৫০০টাকা, সংশোধিত বাজেট ধরা হয়ছে- ১৯,৮৮,৫৪,৮৩১.৫৪টাকা। উক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- পৌর সচিব জহির উদ্দিন, নির্বাহী প্রকৌশলী সরদার মাহাবুবুর রহমান, হিসাব রক্ষক সুমন্ত কুমার বিশ্বাস। কাউন্সিলরদের মধ্যে- এসএম মিজানুর রহমান, নাসির উদ্দিন সরদার, সালেহা খানম, আশ্রাফুজ্জামান, সঞ্জয় কুমার মজুমদার, রুবিয়া বেগম, জাহিদুল ইসলাম, কামাল হোসেন সরদার, অলিউর রহমান হাওলাদার, পৌরসভার সকল কর্মকর্তা – কর্মচারীবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here