কোটালীপাড়ায় ছোট ভাইয়ের পিড়ির আঘাতে বড় ভাই নিহত

0
233

কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ধান মাড়াইয়ের বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের পিড়ির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। বড় ভাইকে হত্যার অভিযোগে ছোট ভাই আনন্দ বাইনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল পৌণে ১০ টার দিকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় গোবিন্দ বাইন(৬০)মারা যান। কোটালীপাড়া থানার অফিসার ইনচারজ (ওসি) মোহাম্মদ কামরুল ফারুক জানান, বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম হাজরাবাড়ী গ্রামের গোবিন্দ বাইন (৬০) ও আনন্দ বাইন (৫৫) নিজ বাড়ির উঠানে ধান মাড়াই করছিলেন।ধান মাড়াই করা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আনন্দ বাইন কাঠের পিড়ি দিয়ে বড় ভাই গোবিন্দ বাইনের মাথায় আঘাত করে।এতে বড় ভাই মারাত্মক আহত হন। পরে গুরুতর আহতাবস্থায় গোবিন্দ বাইনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় তিনি মারা যান। এ ব্যাপারে নিহত পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here