কেন্দ্র দখল, সংঘর্ষ, নিহত ও বর্জনে চলছে ভোটগ্রহণ

0
265

খবর৭১ঃ বিরোধীদের পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়ে কেন্দ্র দখল, ভোট কারচুপি, প্রার্থীদের ভোট বর্জনসহ নানা অভিযোগের মাধ্যমে চলছে আলোচিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। ভোটে ক্ষমতাসীনদের একক আধিপত্য দেখা গেছে। এর মধ্যে বিরোধী পক্ষের অন্তত ২৫ জন প্রার্থী ভোট বর্জন করছেন।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৮টায় সারা দেশে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

দুপুরটা শেষ খবর পাওয়া পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ২৫ জনের বেশি প্রার্থী নির্বাচন বর্জন করেছেন। ভোট বর্জনকারীদের মধ্যে প্রায় সবাই বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী রয়েছে। এছাড়াও কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছে।

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম, ফরিদপুর-২ (নগরকান্দা-শালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ, বাগেরহাট-৩ আসনে জেলা জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ আবদুল ওয়াদুদ ও বাগেরহাট-৪ আসনে জেলা জামায়াতের শুরা সদস্য মো. আবদুল আলীম, খুলনা-১ আসনের বিএনপি প্রার্থী আমির এজাজ খান, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা-৪ আসনের আজীজুল বারী হেলাল, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ভোট বর্জন করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। একই আসনে ভোট বর্জন করেছেন জাতীয় পার্টির প্রার্থী সুনীল শুভ রায়। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের ধানের শীষ প্রার্থী আবুল কালাম আজাদ, পাবনা-৫ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী মওলানা ইকবাল হুসাইন ও যশোর-৪ আসনে জাতীয় পার্টির প্রার্থী জহিরুল হকের ভোট বর্জনের খবর পাওয়া গেছে। নীলফামারী-৩ আসনে ভোট বর্জন করেছেন ঐক্যফ্রন্টের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা অধ্যক্ষ আজিজুল ইসলাম।

সিরাজগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী রুমানা মোর্শেদ কনক চাঁপা এবং সিরাজগঞ্জ-২ আসনে বিএনপির প্রার্থী রুমানা মাহমুদ, ময়মনসিংহ-৯ আসনের খুররম খান চৌধুরী, নোয়াখালী-৪ আসনের মো. শাহজাহান, জামালপুর-২ আসনের এ,ই সুলতান মাহমুদ বাবুল, বাগেরহাট-৩ আসনের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ, শেরপুর-২ আসনের মোহাম্মদ ফাহিম চৌধুরী, শেরপুর-৩ আসনের মো. মাহমুদুল হক রুবেল, জয়পুরহাট-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী আ স ম মোক্তাদির তিতাস।

দুুপুর পর্যন্ত সারা দেশে নির্বাচনী সহিংসতায় ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। এর মধ্যে কুমিল্লায় ২ জনকে গুলি করে মারা হয়েছে যার মধ্যে একজন বিএনপি কর্মী। এছাড়া লক্ষ্মীপুরে দুর্বৃত্তদের গুলিতে একজন, চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় পার্টির কর্মী, রাঙ্গামাটিতে যুবলীগ নেতা, রাজশাহীর মোহনপুরে আ.লীগ নেতা, ব্রাহ্মণবাড়িয়া সদরে এক রাজমিস্ত্রি , টাঙ্গাইলে এক বিএনপি নেতা ও বগুড়ার কাহালুতে একজন নিহত হয়েছেন।

এদিকে নয়াপল্টনে ভোটের নানা অনিয়মের চিত্রতুলে ধরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘নির্বাচনী এলাকার চারিদিকে বোমা ফুটছে। প্রায় সব কেন্দ্রেই গতরাতে ব্যালট পেপারে জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভরেছে আওয়ামী ক্যাডাররা। ভোটকেন্দ্র থেকে ধানের শীষের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। ধানের শীষের মহিলা পোলিং এজেন্টদেরকেও ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা।’
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here