কুড়িগ্রামে রাজারহাটে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

0
288

 

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের রাজারহাটে মহিলা সমাবেশ ও বাল্য বিবাহ প্রতিরোধের জন্য অংশগ্রহনকারীদের লালকার্ড প্রদর্শন করে শপথ বাক্য পাঠ করালেন জেলা প্রশাসক। সোমবার জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে উপজেলার সদর ইউপির বোতলার পাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন। উপজেলা নির্বাহী অফিসার মুহঃ রাশেদুল হক প্রধানের সভাপতিত্বে এবং জেলা তথ্য অফিসার মোঃ শাহজাহান আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, জেলা আওয়ামীলীগের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চাষী আলহাজ্ব আঃ ছালাম মাষ্টার, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ, ওসি মোঃ মোখলেসুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, সহকারী শিক্ষা অফিসার নিখিল চন্দ্র রায় ও প্রেসক্লাবের সভাপতি এস এ বাবলু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- অত্র প্রতিষ্ঠানের এসএমসির সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। শেষে জেলা প্রশাসক লাল কার্ড প্রদর্শন পূর্বক বাল্য বিবাহকে না উচ্চারণ করে অংশগ্রহনকারীদের শপথ বাক্য পাঠ করান।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here