কাল দুপচাঁচিয়া-আদমদিঘী এলাকায় ভোটের লড়াই বড় দুই দলের মধ্যে হতে পারে

0
301

আবু রায়হান, দুপচাঁচিয়া(বগুড়া) থেকে ঃ
কাল রবিবার একাদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচন কে কেন্দ্র করে বগুড়া ৩ আসন দুপচাঁচিয়া আদমদিঘী এলাকায় ভোটের আমেজ বিরাজ করছে।বগুড়া জেলার পশ্চিমে দুপচাঁচিয়া আদমদিঘী এলাকা যা সংসদীয় আসনে বগুড়া ৩ আসন হিসাবে পরিচিত ।উত্তর জনপদের শস্যভান্ডার হিসাবে পরিচিত দুপচাঁচিয়া উপজেলা চাল উৎপাদনে বিক্ষ্যাত।এ উপজেলা ২ পৌরসভা ৬ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত।পাশ্ববর্তী আদমদিঘী উপজেলা ৬ ইউনিয়ন পরিষদ ও একটি পৌরসভা যার পশ্চিমে রয়েছে সান্তাহার রেলওয়ে জংশন।সংসদীয় গনতন্ত্রে এ আসনটি ছিল সব সময় বিএনপির দখলে,সর্বশেষ ২০১৪ সালের ৫ জানুয়ারী বিএনপি নির্বাচন বর্জন করলে এ আসনটি বিনা ভোটে চলে যায় জাত্বীয় পাটির দখলে।কাল এ আসনে দুই উপজেলার ১০৮ টি ভোট কেন্দ্রে ২ লাখ ৯৬ হাজার ৪৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ বোটার রয়েছে ১ লাখ ৪৭ হাজার ১৫৬ জন,নারী ভোটার রয়েছে ১ লাখ ৪৯ হাজার ৩২০ জন।কাল ভোটের লড়াই হতে পরে বড় দুই জোটের মধ্যে ।সাধারন ভোটাররা মনে করছেন মহাজোট মনোনিত বর্তমান সাংসদ নূরুল ইসলাম তালুকদার ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত মাসুদা মোমিন এর মধ্যে কাল ভোটযুদ্ধ হবে।এ এলাকায় পঞ্চম জাত্বীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল মজিদ তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়।১৯৯৬ সালের ১৫ ফেব্রয়ারী ৬ষ্ট জাত্বীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর অবঃ গোলাম মওলা সংসদ সদস্য নির্বাচিত হয়।একই বছরের ১২ জুন সপ্তম জাত্বীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুল মজিদ তালুকদার ২য় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হয়।২০০১ সালের অষ্টম ও ২০০৮ সালের নবম জাত্বীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট মনোনীত প্রার্থী অব্দুল মোমিন তালুকদার খোকা এ এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়।আইনী জটিলতার কারনে বিএনপির সাবেক এই সাংসদ এবার প্রার্থী হতে পারে নি,তবে বিএনপি ও জতীয় ঐক্যফ্রন্ট মনোনিত প্রাথী হয়েছেন তার স্ত্রী মাসুদা মোমিন।আইনী জটিলতার কারনে তিনি ও প্রচার প্রচারনা শুরু করেছিলেন গত ২৫ ডিসেম্বর থেকে।এ আসনে বিভিন্ন প্রার্থীরা বিভিন্ন রাজনৈতীক দলের প্রতীক নিয়ে আজ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করছেন তারা হলেন বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনিত মাসুদা মোমিন ধানের শীষ,মহাজোট মনোনিত বর্তমান সাংসদ নূরুল ইসলাম তালুকদার নাঙ্গল,ইসলামী আন্দ্রোলন মনোনিত শাজাহান আলী হাতপাখা,গনতান্ত্রীক বিপ্লবীর পার্টির লিয়াকত আলী কোদাল,বিএনএফ মনোনিত আব্দুল কাদের জিলানী টেলিভিশন,সতন্ত্র প্রার্থী আফজাল হোনে নয়ন আপেল,আব্দুল মজিদ ডাব,নজরুল ইসলাম মোটরগাড়ী প্রতীক নিয়ে কাল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করছেন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here