কাল জামিন পেলেও মুক্তি পাবেন না খালেদা: আইনমন্ত্রী

0
332

খবর ৭১:জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সর্বোচ্চ আদালত জামিন দিলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামীকালই মুক্তি পাবেন না বলে মনে করেন আইন, বিচার ও সংসদবিষয়কমন্ত্রী আনিসুল হক।

শনিবার (১৭ মার্চ) রাজধানীর মোহাম্মদপুরে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনটিলা বিজ্ঞান ক্লাব আয়োজিত ৬২তম বিজ্ঞান মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কাল ওনার একটা মামলার (জিয়া অরফানেজ ট্রাস্ট) বেইল পিটিশনের শুনানি আছে। আমি যতদূর জানি, পত্র-পত্রিকায় পড়েছি আরেকটি মামলা কুমিল্লার। সেটার জামিনের জন্য আবার ওনাকে উপস্থিত হয়ে জামিন নিতে হবে। কাল যদি সর্বোচ্চ আদালত খালেদা জিয়াকে এই মামলায় জামিন দেনও আইনি প্রক্রিয়া যেটা বলে তিনি কালকে (রোববার) মুক্তি পাবেন না। ওই মামলায় তাকে জামিন নিতে হবে। এটা হচ্ছে আইনের নিয়ম।’

বর্তমান সরকার বিচার বিভাগের কাজে কখনোই হস্তক্ষেপ করে না এবং কখনোই হস্তক্ষেপ করবে না বলেও এসময় দাবি করেন আইনমন্ত্রী।

খালেদা জিয়ার মামলা নিয়ে বিএনপির করা বিচার বিভাগের ওপর সরকারে হস্তপেক্ষের অভিযোগের প্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘আমি একটা কথাই বলি, দেখেন কথাটা অনেক বড় সাউন্ড করবে- ওনারা (বিএনপি) এ দেশে বিশ্বাসী নয়। সেজন্য ওনাদের পক্ষে রায় না দিলে ওনারা বিচার বিভাগের মতো একটা স্তম্ভকে নিয়ে সবসময় এরকভাবে অনাস্থা বা খারাপ ভাষায় কথা বলেন। এটা অত্যন্ত দুঃখজনক, আমি বলবো ওনাদের এটা পরিহার করতে।’

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here