কাদেরের অভিযোগ আব্বাসের নেতৃত্বে পুলিশের ওপর হামলা

0
327

খবর৭১ঃরাজধানীর নয়াপল্টনে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির কার্যালয়ের সামনে মির্জা আব্বাসের নেতৃত্বে তারা পুলিশের উপর হামলা হয়েছে। পুলিশের দুটি গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে।’
আজ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারা নির্বাচন পেছানোর জন্য পরিকল্পিতভাবে পুলিশের ওপর হামলা করলেন, নিজেদের বীরত্ব দেখালেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ দুটি ধারায় বিভক্ত। একটি শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতা পক্ষের শক্তি। অন্যটি স্বাধীনতাবিরোধী অপশক্তি। এরা সাম্প্রদায়িক অপশক্তি হিসেবে কাজ করছে। এদের প্রধান লক্ষ্য দেশকে পাকিস্তানি ধারায় নিয়ে যাওয়া।

ওবায়দুল কাদের বলেন, মির্জা আব্বাসের নেতৃত্বে আজ পুলিশের উপর হামলা হয়েছে। এতে পুলিশের ১৩ সদস্য আহত হয়েছে। নির্বাচন পেছানোর যড়ষড় হিসেবে তারা এ হামলা হয়েছে। ২০১৪ সালে নির্বাচন বানচালের জন্য তারা যা করেছিল, আজ আবারো তারা একই কাজ করলো। এর মাধ্যমে প্রমাণ হয়েছে তারা নির্বাচন চাই না।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here