কলাপাড়ায় ২৫ মণ ইলিশ জব্দ; আড়ত মালিকসহ তিন জনকে এক বছর করে কারাদন্ড

0
444
কলাপাড়ায় ২৫ মণ ইলিশ জব্দ

খবর৭১ঃ

রাকিব হাসান, পটুয়াখালী প্রতিনিধিঃ অক্টোবর।।পটুয়াখালীর কলাপাড়ার মহিপুর মৎস্য বন্দরের আল্লাহ ভরসা নামের একটি আড়তে অভিযান চালিয়ে এবং এফবি ইত্তেফা কামাল নামের একটি ট্রলার আটক করে অন্তত ২৫ মণ ইলিশ জব্দ করা হয়েছে। এসময় আড়ত মালিক লুনা আকন, ম্যানেজার আব্দুল মন্নান ও ট্রলারের খালাশি ইউসুফ মিয়া কে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) অনুপ দাশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ সাহা যৌথভাবে অভিযান চালিয়ে এ পরিমান ইলিশ জব্দ করেন। বুধবার সকাল ১০ টার সময় মা ইলিশ রক্ষায় এ অভিযান চালানো হয়েছে। নিষিদ্ধকালীন সময় ইলিশ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অভিযানটি পরিচালিত হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আড়ৎ মালিকের কাছে মাদক পাওয়ায় তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর এবং অপর আসামি আব্দুল মন্নান ও ইউসুফকে মৎস্য সরক্ষণ আইনে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। জব্দ করা ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here