কবি নজরুলের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

0
218

খবর৭১ঃজাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়েছে।

দুপুর ১২টায় কবি নজরুলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান।

পরে প্রশাসনিক ভবনের সামনে এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, কবি নজরুল ছিলেন সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীরের পরিচালনায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন প্রফেসর ড. সুব্রত কুমার, শিক্ষক সমিতির সভাপতি তপন কুমার সরকার, ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের পরিচালক রাশেদুল আনাম, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব প্রমুখ।

পরে বাদ জোহর বিশ্ববিদ্যালয় মসজিদে কবির আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here