কপিলমুনিতে জনবহুল চলাচলের রাস্তায় সংস্কার কাজের নামে প্রতিবন্ধকতা

0
237

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনির প্রতাপকাটী ও কাটামারী সংযোগ সড়কে সংস্কার কাজের নামে বাঁশের ব্যরিগেট দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করায় কপিলমুনি বাজার অভিমুখে আসা-যাওয়ার ক্ষেত্রে এলাকার জনসাধারণকে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। আর দীর্ঘদিন পর হলেও ভাঙ্গা চোরা রাস্তাটি সংস্কারে এলাকাবাসী আশার আলো দেখলেও সেখানে কর্মযঞ্জে অংশ নেওয়া ব্যক্তিদের অশোভনীয় অচরণে বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে পুরুষদের পাশাপাশি পথচারী এলাকার মহিলাদের। জুরুরী প্রয়োজন বা বয়োবৃদ্ধ ব্যক্তিরা বিকল্প পথে না গিয়ে পায়ে হেঁটে বাঁশের ব্যরিগেট পার হতে গেলে বাধে-বিপত্বি। শুনতে হচ্ছে নানা অশ্লীল ভাষা। যা মানব সমাজে প্রকাশযোগ্য নয়। এমতাবস্থায় এলাকাবাসী বিষয়টি গুরত্ব সহকারে দেখার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী রমেছা বেগম (৮০)সহ এলাকাবাসী ও সচেতন মহল।
জানাযায়, খুলনা-পাইকগাছা প্রধান সড়কের কপিলমুনি বাজার অংশের পূর্ব প্রান্তে অবস্থিত কপিলমুনি জাফর আওলীয়া সড়ক ( প্রতাপকাটী টু কাঠামারী) টির কিছু অংশ দীর্ঘদিন ধরে বর্ষা মৌসুমে পানিতে নিন্মজিত ছিল। যা এক প্রকার পায়ে হেঁটে চলা ও মটর সাইকেল চালকদের জন্য চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। এমতাবস্থায় ১লা ডিসেম্বর থেকে রাস্তাটি সংস্কারের জন্য রাস্তার উপর বাঁশের খুঁটি পুতে পুরো রাস্তাটি ব্যরিগেট দিয়ে কাজ শুরু করেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। আর হঠাৎ করে পুরো রাস্তাটি বন্ধ করে দেওয়ায় জানা-অজানা পথচারীদের পড়তে হয় চরম দূর্ভোগে। তারপরও আশু রাস্তাটি সংস্কারে এলাকাবাসী আশান্নিত হন। কারণ হাউলি, প্রতাপকাটী, নাবা, কাজীমুছা, শামুকপোতা ও কাঠামারীসহ পার্শ্ববতী এলাকার হাজার হাজার জনসাধারণের জন্য সল্প সময়ে কপিলমুনি বাজারে আসার একমাত্র যোগাযোগ মাধ্যম এ সড়কটি। তবে সেখানে নিয়োগকৃত শ্রমিক ও ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে তদারকির দায়িত্বে থাকা আব্দুল লতিফের অশোভনীয় আচারণের জন্য বিব্রত অবস্থায় পড়তে হচ্ছে বলে ভুক্তভোগী পথচারী রমেছা বেগম (৬৫) জানান। এদিকে গতকাল সোমবার সকালে নিয়মিত রুটিন অনুযায়ী রিপোর্ট সংগ্রহের তাগিদে সরেজমিনে গিয়ে দেখাযায়, প্রতাপকাটী টু কাঠামারী সড়কটি সংস্কারের প্রথম প্রতিবন্ধকতা কলেজপাড়া নামক স্থানে পৌঁছাতে সেখানে দুইজন পথচারী মহিলার সাথে সংস্কার কাজে তদারকির দায়িত্ব থাকা আব্দুল লতিফ অশ্লীল বাক্য ব্যবহার করে কথাকাটাকাটি করছে। এ সময় স্থানীয় উপস্থিত লোকজন রাস্তা সংস্কার কাজের স্বার্থে তাদেরকে বিকল্প রাস্তা দিয়ে যাবার পরামর্শ দেন। এরপর সড়কে বাঁশের ব্যারিগেট দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি ও পথচারীদের সাখে অশোভনীয় আচারণের বিষয় আব্দুল লতিফের কাছে জানতে চাইলে বাধে-বিপত্বি। সর্বশেষ এ ব্যাপারে ভুক্তভোগী ও এলাকাবাসী বিষয়টি জুরুরী ভিত্তিতে উল্লেখিত ব্যক্তির বিরুদ্ধে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here