ওজন না কমালে চাকরি হারাতে হবে ফ্লাইট অ্যাটেনডেন্টদের

0
283

খবর৭১:শরীরের মেদ বা ওজন না কমালে চাকরি হারাতে হবে ফ্লাইট অ্যাটেনডেন্টদের। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ) এমন নির্দেশনা জারি করেছে। আগামী ছয় মাসের মধ্যে মেদহীন ও ছিপছিপে হওয়ার শর্ত দেয়া হয়েছে অ্যাটেনডেন্টদের।

চলতি বছরের প্রথম দিন পিআইএ-এর জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ফ্লাইট অ্যাটেনডেন্টদের প্রতি মাসে পাঁচ পাউন্ড করে ওজন কমাতে হবে। ছয় মাসে মোট ৩০ পাউন্ড ওজন কমাতে হবে। তাহলেই কেবল বিমানের মধ্যে দায়িত্ব পালন করা যাবে।
পিআইএ-এর বর্তমানে ১ হাজার ৮০০ ফ্লাইট অ্যাটেনডেন্ট রয়েছে। এর মধ্যে যারা নির্ধারিত সময়ে ওজন কমাতে পারবেন শুধু তাদেরই ওই পদে চাকরি থাকবে। তবে যারা পারবেন না তাদের অন্য দায়িত্ব দেয়া হতে পারে।
মেদ ও ওজন কমানোর জন্য আগামী ছয় মাস অ্যাটেনডেন্টদের গ্রুমিং সেন্টারে নেয়া হবে। এতেও যদি কাজ না হয় তাহলে চাকরি যেতে পারে।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here