ওআইসির প্রতিনিধি দল কক্সবাজারে

0
444

খবর ৭১ঃ অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর একটি প্রতিনিধি দল রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থা পর্যবেক্ষণের জন্য কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে গেছেন। বিভিন্ন দেশের মন্ত্রী, পররাষ্ট্র সচিব ও উচ্চপদস্থ প্রতিনিধি আজ শুক্রবার সকালে কক্সবাজারে পৌঁছান।
রোহিঙ্গা সমস্যা সমাধানে ওআইসির এই সফরকে খুবই গুরুত্বের সাথে দেখছে সরকার। ৩৮ দেশের মন্ত্রী, ৮ পররাষ্ট্র সচিবসহ ৫৮ দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা এ প্রতিনিধি দলে রয়েছেন।
সফরকালে প্রতিনিধি দলটি উখিয়ার কুতুপালং ক্যাম্প পরিদর্শন করবে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী, উন্নয়ন কর্মী এবং সাংবাদিকদের সাথে কথা বলবেন প্রতিনিধি দলের সদস্যরা। ক্যাম্প পরিদর্শন শেষে বিকাল ৪টার দিকে তারা ঢাকায় ফিরে আসবেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here