ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষ্যে কুড়িগ্রামে বিভিন্ন কর্মসূচী পালন

0
226

কুড়িগ্রাম প্রতিনিধি :
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ উপলক্ষ্যে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‌্যালী, সমাবেশ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে দিবসের সূচনা করা হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জাফর আলী, যুগ্ন সম্পাদক এ্যাড.এসএম আব্রাহাম লিংকন, পৌর আওয়ামীলগের সাধারণ সম্পাদক কাজিউল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুজ্জামান রাকিব,সাধারণ সম্পাদক রাকিবুজ্জামান রনি প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দেন। ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষনটি গত বছরের ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্যের আন্তর্জাতিক দলিল হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও স্বাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেস্কো।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here