এসএসসিতে প্রশ্ন ফাঁস হয়নি’

0
364

খবর৭১: এবারের এসএসসি পরীক্ষায় কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি বলে দাবি করেছেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। তিনি বলেছেন, ‘সরকারকে বিব্রত করতে পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে কেউ কেউ প্রশ্নের ছবি তুলে ফেসবুকে দিচ্ছে। আমরা মিলিয়ে দেখেছি প্রকৃত প্রশ্নের সঙ্গে এসবের কোনো মিল নেই।’

শুক্রবার রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ আরডিএ জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজবাড়ী ডিবেট অ্যাসোসিয়েশন দুই দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, ‘কোচিং-বাণিজ্য আমাদের ক্ষতি করছে। এসব বন্ধ করে দেওয়া হবে। কোচিং-বাণিজ্যের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। এ বিষয়ে শিক্ষক-সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হবে। প্রতিটি স্কুল ও মাদ্রাসায় কারিগরি শিক্ষা চালু করা হবে। কারণ কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।’
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here