এমপি মানিককে বিজয়ী করে উন্নয়নের ধারা অব্যাহত রাখুনঃ প্রতিমন্ত্রী এম এ মান্নান

0
217

হাবিবুর রহমান নাসির, ছাতক প্রতিনিধিঃ
ছাতক-দোয়ারায় মুহিবুর রহমান মানিককে আবারো নৌকা প্রতীকে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করলেন দোয়ারাবাজারের গণসমাবেশে আসা হাজার-হাজার মানুষ। গতকাল শনিবার উপজেলা আওয়ামীলীগ আয়োজিত গণসমাবেশে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের সাথে হাত তুলে তারা এ অঙ্গীকার ব্যক্ত করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, আওয়ামীলীগ নেতৃত্বাধীন সরকারের সময় এদেশে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। দেশের উন্নয়ন ও সমৃদ্ধি দেখে বিশ্ব নেতারা অবাক হয়েছেন। আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় বসিয়ে ওই উন্নয়নকে আমাদের ধরে রাখতে হবে। তিনি বলেন, শুধু ছাতক-দোয়ারা নয়, এ সরকারের সময়ে সারা দেশে উন্নয়ন হয়েছে। তাই দেশের মানুষ আওয়াীলীগকে আবারও ক্ষমতার মসনদে বসাতে চায়। তবে ষড়যন্ত্রকারীদের প্রতি চোখ-কান খোলা রাখতে হবে। যাতে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধিকে কেউ বাধাগ্রস্থ করতে না পারে। মন্ত্রী ছাতক-দোয়ারায় আবারও মুহিবুর রহমান মানিককে বিজয়ী করে সংসদে পাঠিয়ে এ অঞ্চলে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণের প্রতি আহবান জানান। মন্ত্রী বলেন, নির্বাচনের পরে দোয়রাবাজারে সুরমা নদীতে মুক্তিযোদ্ধা সেতু ও ছাতক সুনামগঞ্জ রেল লাইনের নির্মাণ কাজ শুরু করার কথা ব্যক্ত করলেন মন্ত্রী।
দোয়ারাবাজার সরকারি মডেল উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন দোয়ারা উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতিক। সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে মুহিবুর রহমান মানিক এমপি বলেন, দলের নাম ভাঙ্গিয়ে অতীতে যারা আওয়ামীলীগের বিরোধিতা করেছে তারাই বিএনপি-জামাতের হয়ে বর্তমানে মাঠে কাজ করছে। তারা এমপি ও সরকারের উন্নয়ন নিয়ে কটুক্তি করে যাচ্ছে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন এমপি, ড. জয়া সেন গুপ্তা এমপি, সংরক্ষিত আসনের এমপি এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট রাজ উদ্দিন, সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইউসুফ আল আজাদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার আব্দুর রহিম, শ্রমিকলীগ কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি এজাজুল ইসলাম এজাজ, সুনামগঞ্জ জেলা কৃষকলীগের সাবেক আহবায়ক করুণা সিন্ধু রায় বাবুল, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য এডভোকেট আব্দুল আজাদ রোমান, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী। আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন ও যুবলীগ নেতা আবুল মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, আমিরুল হক চেয়ারম্যান, ছাতক উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, ছাতক পৌর সভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, ছাতক উপজেলা ভাইস চেয়ায়রম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, দোয়ারা উপজেলা যুবলীগের আহবায়ক চেয়ারম্যান জসিম উদ্দিন মাস্টার, সাবেক আহবায়ক কয়ছর আহদ চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফর আলী, ছাতকের সাবেক কমান্ডার নুরুল আমীন ও আনোয়ার রহমান তোতা মিয়া প্রমুখ। গণ সমাবেশে সকাল থেকে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে সড়ক ও নৌপথে মানুষ আসতে থাকেন। এক সময় সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। বিকেলে মন্ত্রী আব্দুল মান্নান ও মুহিবুর রহমান মানিক এমপি গাড়ি বহর ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে সভা মঞ্চে পৌছেন। এর আগে মন্ত্রীকে নিয়ে এমপি মানিক ছাতকে নির্মানাধীন সুরমা সেতুর কাজ পরিদর্শন করেন। মন্ত্রীসহ অতিথিরা দোয়ারাবাজারে শত কোটি টাকার বিভিন্ন উন্নয়নমুলক কাজেরও উদ্বোধন করেন। ##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here