এবার যুব মহিলা লীগে শুদ্ধি অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

0
476

খবর৭১ঃ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুব মহিলা লীগ সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল। এসময় প্রধানমন্ত্রী তাদের সংগঠনে শুদ্ধি অভিযান চালানোর নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমার কাছে অনেক রিপোর্ট আসছে, অনেকের নাম আছে। আমি কাউকে ছাড়ব না। রাত-দিন পরিশ্রম করে দেশের জন্য কাজ করছি। আর সংগঠনের নাম ভাঙিয়ে অপকর্ম করবে? আমি কাউকে ছাড়ব না।’

সূত্র জনায়, বুধবার দুপুরে গণভবনে যান যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার ও সাধারণ সম্পাদক অপু উকিল।এ সময় তারা প্রধানমন্ত্রীর কাছে বলেন, ‘নেত্রী, আমরা সংগঠনের ভাবমূর্তিটা ধরে রাখতে পারলাম না। এখন আমাদের করণীয় কী? আপনি যে নির্দেশ দেবেন, আমরা সেটাই করব।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘কারা কী করছে সব তথ্য আমার কাছে আসছে। অনেকের নাম এসেছে। আমি কাউকে ছাড়ব না। ঢাকায় কোথায় কে কী করছে সব তথ্য আমার কাছে আছে। একজনও ছাড় পাবে না।

এ সময় শেখ হাসিনা যুব মহিলা লীগের সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে সারা দেশের সংগঠনের নেত্রীদের ব্যাপারে খোঁজখবর নিতে বলেন তিনি। আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘সারা দেশে খোঁজখবর নাও। ছাঁকুনি দিয়ে ছেঁকে নাও। সংগঠনের ইমেজ উদ্ধার করতে হবে।

জানতে জাইলে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল বলেন, ‘আমি এবং আমাদের সংগঠনের সভাপতি নাজমা আক্তার দুপুরে দেখা করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে পরামর্শ চেয়েছি। তিনি আমাদের বলেছেন, সারা দেশের আমাদের যতগুলো ইউনিট আছে সেখানে যদি কোনো বিতর্কিত ব্যক্তি থাকে তাহলে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here