এবার ফেসবুক কর্মীদের তথ্য চুরি

0
548
এবার ফেসবুক কর্মীদের তথ্য চুরি

খবর৭১ঃ ফেসবুক কর্মীদের তথ্য চুরি হয়েছে! বিশ্বাস না হলেও এটাই ঘটনা। এনক্রিপ্ট না করা কয়েকটা হার্ডড্রাইভ চুরি হয়েছে। হার্ডড্রাইভগুলোতে ২৯ হাজার ফেসবুক কর্মচারীর তথ্য সংরক্ষণ করা ছিল। ফেসবুকের এক কর্মীর গাড়ি থেকে ওই হার্ডড্রাইভগুলো চুরি হয়েছে।

হার্ডড্রাইভে হাজার হাজার কর্মীর তথ্য রয়েছে, যাদের ২০১৮ সালে নিয়োগ করা হয়েছিল। ওই হার্ডড্রাইভে রয়েছে কর্মীদের ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, কর্মীর নাম, তাদের সামাজিক সুরক্ষা নম্বরের শেষ চারটি সংখ্যা, তাদের বেতন, বোনাস এবং ইকুইটি সম্পর্কিত বিশদ তথ্য। ফেসবুক কর্তৃপক্ষ শুক্রবার সকালে ই-মেইলের মাধ্যমে চুরির বিষয়টি কর্মীদের জানিয়েছে।

জানা গেছে, চুরি হওয়া হার্ডড্রাইভগুলোতে কোনো ফেসবুক ব্যবহারকারীর ডেটা ছিল না। তবুও এই ঘটনা ব্যক্তিগত ডেটার বিষয়ে ফেসবুকের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কারণ ব্যক্তিগত তথ্য ফাঁস নিয়ে আগেও ফেসবুকের দিকে অভিযোগে আঙুল উঠেছে। গত ১৭ নভেম্বর ওই চুরি হয়েছে। এর প্রায় এক মাস পর কর্মচারীদের এ বিষয়ে জানাল ফেসবুক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here