এফ আর টাওয়ারে আগুন: যারা নিহত হলেন

0
238

খবর৭১ঃ রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে নিহত ১৯ জনের মধ্যে ১৭ জনের নাম পাওয়া গেছে। এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের জহিরুল হকের ছেলে ফজলে রাব্বি (২৭), লালমনিরহাট পাটগ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আনজির আবির (২৪), যশোর কোতোয়ালির মুজাহিদুল ইসলামের মেয়ে শেখ জারিন তাসনিম বৃষ্টি (২৭), পাবনা আতাইকুলার আইয়ুব আলীর ছেলে আমির হোসেন রাব্বি (২৯), শরীয়তপুরের পালং উপজেলার মৃত আবদুল কাদির মির্জার ছেলে মির্জা আতিকুর রহমান (৪৪), নওগাঁ সদর উপজেলার মন্সুর মণ্ডলের ছেলে মঞ্জুর হাসান মণ্ডল (৩৫), ইইউআর সার্ভিস বিডি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক আবদুল্লাহ আল-ফারুক (৩২), রুমকি আক্তার ও তার স্বামী মাকসুদুর রহমান, ইকতিয়ার হোসেন, শ্রীলঙ্কার নাগরিক নিরস ভিগ্নেরাজার, ওই ভবনে থাকা হেরিটেজ এয়ার এক্সপ্রেস-এ চাকরি করতেন, নাহিদুল ইসলাম, জেবুন্নেসা, মগবাজারের সালাউদ্দিন, আসিফ ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক রেজাউল করিম রাজু, হেরিটেজ এয়ার এক্সপ্রেসের অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। এদের মধ্যে কয়েকজনের লাশ শনাক্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মাহফুজ রিবেন শুক্রবার সকালে সাড়ে ৮টার দিকে জানান, এফ আর টাওয়ারে উদ্ধার তৎপরতা চলছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৫ ইউনিট কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনীসহ, র‌্যাব-পুলিশ উদ্ধার তৎপরতায় নিয়োজিত ছিল। প্রায় পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, ইউনাইটেড হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অ্যাপালো হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে বনানীতে এফআর টাওয়ারের সামনে শুক্রবার সকাল ৮টায় দেখা যায়, পাশ্ববর্তী আহমদ টাওয়ার, এফআর টাওয়ার, আওয়াল সেন্টার, এসুরেনস টাওয়ার এই ৪টি ভবনে সামনে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে রেখেছে। জনসাধারণের চলাচল নিষিদ্ধ করেছে। এলাকায় জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকলে সীমানার বাইরে আগুন লাগা এফআর টাওয়ারের ভবনের দিকে উৎসুক জনতা ভিড় বাড়ছে সকাল থেকেই। সকালে সিটি করপোরেশনের কর্মচারীরা দুর্ঘটনা এলাকার ময়লা আবর্জনা পরিষ্কার করে নিয়ে গেছে।

এদিকে এ ঘটনায় গুলশান-২ থেকে বনানী মোড় পর্যন্ত যান চলাচল সীমিত করে রেখেছে পুলিশ। দুই লেনের রাস্তার, যেপাশে দুর্ঘটনা ঘটেছে, রাস্তাটি বন্ধ রেখেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here