একাত্তরের বন্ধু ভারতের নৌসেনা সামন্ত আর নেই

0
269

খবর৭১ঃ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ভারতীয় মিত্র বাহিনীর হয়ে বাংলাদেশ নৌবাহিনী প্রতিষ্ঠায় সহায়তাকারী ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন এমএন সামন্ত (৮৯) আর নেই।

বুধবার হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মুম্বাইয়ের একটি হাসপাতালে তিনি মারা যান। খবর টাইমস অব ইন্ডিয়ার।

অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা সামন্ত স্ত্রী নির্মলা ও তিন মেয়ে রেখে গেছেন।

ক্যাপ্টেন সামন্ত ভারতের সামরিক বাহিনীর দ্বিতীয় সর্বোচ্চ খেতাব ‘মহাবীর চক্রে’ ভূষিত।

একাত্তরের যুদ্ধে মোংলাবন্দরে পাকিস্তানি নৌবাহিনীর বিরুদ্ধে সফল নৌযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

এ ভূমিকার জন্য এমএন সামন্তকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে বাংলাদেশ। এ সম্মাননা স্মারক নিতে ২০১২ সালের ২০ অক্টোবর ঢাকায় এসেছিলেন তিনি।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার সামরিক মর্যাদায় ভিলে পারলে ক্রেমটোরিয়ামে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here