একই দিনে এক বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থীর বিয়ে!

0
425

খবর৭১ঃ প্রতি বছর ইরানের তেহরান বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন করা হয়। এবারও বিশ্ববিদ্যালয়টি ‘জান্নাত পর্যন্ত সহযাত্রী’শিরোনামে ২২তম এই গণবিবাহ উৎসব আয়োজন করে। এ আয়োজনে এ বিশ্ববিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তেহরান বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ এ বিয়ের সমস্ত আয়োজন করে। মজার ব্যাপার হল গণবিবাহের আসরে বিয়ে করা কোনো শিক্ষার্থীকেই কোনো প্রকার খরচ করতে হয়না।

জানা গেছে, তেহরান বিশ্ববিদ্যালয় ছাড়াও ইরানের প্রায় প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়েই এ সুযোগ রয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার তত্ত্বাবধানে একটি সংস্থা রয়েছে। যে সংস্থার মাধ্যমে শিক্ষার্থীরা বিনা খরচে গণবিবাহ উৎসবে রেজিস্ট্রেশন করার সুযোগ পেয়ে থাকেন। এবছর এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৪হাজার শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here