ছাতক উপজেলা নির্বাচনে নাদামপুর কেন্দ্রে ব্যালট ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা

0
326

হাবিবুর রহমান নাসির, ছাতক(সুনামগঞ্জ)  প্রতিনিধিঃ
ছাতকে উপজেলা নির্বাচন চলাবস্থায় নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ব্যালট ও সিল ছিনতাইয়ের ঘটনায় ছাতক থানায় একটি মামলা(নং-০৮) দায়ের করা হয়েছে। ১১ মার্চ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার, মঈনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান খান বাদী হয়ে এ মামলা দায়ের করেন। অভিযোগ থেকে জানা যায়, ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন চলাকালীন সময়ে প্রায় পৌনে দু’টায় অজ্ঞাতমানা ৪০-৫০ সশস্ত্র যুবক নাদামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনাধিকার প্রবেশ করে ভোট গ্রহনের সামগ্রী ব্যালট, সিল ও প্যাড ছিনিয়ে য়োর চেষ্টা করলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং, পোলিং অফিসার এবং পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা বাধা দেয়। এক পর্যায়ে ফাকা গুলি ছুড়ে ছিনতাইকারীদের ভয়ভীতি প্রদর্শন করে পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে ব্যালট পেপারের ৪০টি বই, সিল ও প্যাড ছিনিয়ে নিয়ে যায় ছিনতাইকারীরা। ব্যালট ছিনতাইয়ের পর আড়াই টায় এ কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার আবু রায়হান খান।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here