উত্তর-পূর্ব ভারতে শক্ত ভিতের আশায় বিজেপি

0
302

খবর৭১: ভারতের উত্তর-পূর্ব তিন রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেন রিজিজু বলেন, এ অঞ্চলে বিজেপির আরও বিস্তার ঘটবে। তিনি বলেন, দীর্ঘদিনের বাম-শাসিত এ অঞ্চলের রাজ্য ত্রিপুরায় তাঁরা জিতবেন।

২৫ বছর ধরে ত্রিপুরায় ক্ষমতায় আছে বামেরা। রিজিজুর দাবি, ‘আমরা দলীয়ভাবে ধারণা করছি, এখানে ৩৬ থেকে ৪২টি আসন আমরা পাব।’
গত ১৮ ফেব্রুয়ারি ত্রিপুরায় ভোট হয়। এ রাজ্যের ৬০ আসনের মধ্যে ৫৯ টিতে ভোট হয়। রাজ্যের চারিলাম আসনের সিপিএম প্রার্থীর মৃত্যুর পর এ আসনে ভোট স্থগিত হয়ে যায়। এখানে বিজেপি লড়ছে আঞ্চলিক সংগঠন ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইপিএফটি) সঙ্গে।

রিজিজুর আশা, নাগাল্যান্ডেও তাঁরা সরকার গড়বেন। এ রাজ্যে বিজেপি লড়ছে ২০ আসনে। তারা জোট বেঁধেছে আঞ্চলিক দল ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টির (এনডিপিপি) সঙ্গে। জোট-সঙ্গীকে ৪০ আসন দিয়ে দিয়েছে বিজেপি। এখানে ৩০ টির মতো আসন পাওয়ার বিষয়ে আশাবাদী রিজিজু। তবে আঞ্চলিক অন্য সংগঠনগুলোও তাঁদের সঙ্গে যোগ দেবে বলে মনে করেন উত্তর-পূর্ব ভারতের আরেক রাজ্য অরুণাচল থেকে নির্বাচিত এই বিজেপি এমপি।

আসামে গত বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এভাবেই পাহাড়ি উত্তর-পূর্বে গেরুয়া পতাকা উড়তে শুরু করে। রিজিজুর আশা, এবার তিন রাজ্যের ফলের পর আরও বিস্তার ঘটবে বিজেপির।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here