ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পুলিশ সুপার জসিম উদ্দিন, পিপিএম

0
242

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) আয়োজনে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্তব্যরত/কর্মরত অবস্থায় নিহত/মৃত নড়াইল জেলা পুলিশ সদস্যদের পরিবারবর্গের জন্য ঈদ-উল-ফিতর-২০১৮ সুন্দরভাবে উদযাপনের জন্য এ সকল উপহার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, বৃহস্পতিবার (১৪ জুন) সকাল সাড়ে ১০ টায় নড়াইল জেলা পুলিশ লাইনস অডিটোরিয়ামে এ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম এর সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) সভানেত্রী নাহিদা আক্তার চৌধুরী সুমি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, সহকারি পুলিশ সুপার (প্র.বি.) মোঃ ইখতিয়ার হোসেন প্রমুখ। গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, ক্লাবটির সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভায় নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম তাঁর বক্তব্যে বলেন, পুলিশ সর্বদা জনগণের জানমালের নিরাপত্তা বিধানের লক্ষে কাজ করে যায়। কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিবারকে সহায়তা করার লক্ষে পুনাক যে যে উদ্যোগ গ্রহণ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও এ সকল পরিবারের সদস্যদের সমস্যাসমূহ পুলিশ সুপারকে অবগত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবেন বলেও প্রতিশ্রুতি দেন। আলোচনা শেষে অন্যান্য অতিথিদের সাথে পুলিশ সুপার নিজ হাতে মৃত পুলিশ সদস্যদের পরিবারের কাছে ঈদ উপহার সামগ্রী তুলে দেন।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here