ঈদে নতুন জামা পরা কি জরুরী নাকি ঘরে থেকে করোনা মুক্ত থাকা উচিতঃঝালকাঠি পুলিশ সুপার

0
483
ঈদে নতুন জামা পরা কি জরুরী নাকি ঘরে থেকে করোনা মুক্ত থাকা উচিতঃঝালকাঠি পুলিশ সুপার

রতন আচার্য্য,ঝলকাঠি প্রতিনিধিঃ আগামি ১০মে সামাজিক দূরত্ত বজায় রেখে দোকান খোলা রাখার ব্যাপারে ঝালকাঠির ব্যবসাইদের সাথে মত বিনিময় করেছেন ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইযাসমিন। আজ দুপুরে সদর চৈামাথায় এ মত বিনিময করা হয়। এবং জন সাধারনকে সচেতন করা সহ বিভিন্য বিষয়ে ব্যবসাইদের সাথে আলাপ আলোচনা করা হয়।
এ সময় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, এবারের ইদে নতুন জামা পরা কি খুব বেশি জরুরী নাকি ঘরে থেকে নিরাপদ থেকে করোনা মুক্ত থাকা বেশি জরুরী। অন্যন্য বারের ঈদ গুলোতে সারারাত সারা দিন মার্কেট গুলো খোলা থাকে ,এবার একটি নিদিষ্ট সময় দোকানপাট খোলা রাখা যাবে। বক্তব্য শেষে তিনি ব্যবসাইদের মাঝে সচেতনা মূলক লিফলেট বিতরন করেন।

এতে উপস্তিত ছিলেন, অতিরিক্ত পুলিস সুপার এম এ মাহামুদ হাসান , সদর থানার ওসি খলিরুর রহমান, ব্যবসাই সমিতির সভাপতি শালাউদ্দিন আহমেদ সালেক সহ অন্যন্যরা উপস্তিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here