ইসিকে পরীক্ষা করতে গাজীপুর পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি

0
242

খবর ৭১:বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘নির্বাচন কমিশনকে আরেকবার পরীক্ষার জন্যে গাজীপুর সিটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে বিএনপি।’
আজ মঙ্গলবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক শেষে দলের এই অবস্থানের কথা সাংবাদিকদের জানান তিনি।
গয়েশ্বর বলেন, নির্বাচন কমিশনের(ইসি) প্রতি আমাদের আস্থা না থাকলেও আসতে হয়, কারণ কমিশন একটিই। তাদের আরেকবার পরীক্ষার জন্যে আমরা গাজীপুর পর্যন্ত অপেক্ষা করব। তারপর আমাদের সিদ্ধান্ত নেব।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, ‘খুলনা নির্বাচনের অনিয়মের বিষয়গুলো ইসির কাছে লিখিতভাবে তুলে ধরেছি, যাতে গাজীপুরের ভোটে অনিয়ম না হয়।’
ইসির উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘রাজনৈতিক দলসহ সবার আস্থা অর্জনই ইসির কাজ। দেশের মানুষ ইসির প্রতি আস্থা না রাখলে, রাজনৈতিক দল আস্থা হারালে ইসির এ সদস্যরা কাজ করতে পারবেন না।’
সংসদ সদস্যদের স্থানীয় নির্বাচনে প্রচারের সুযোগ দিয়ে বিধিমালা সংশোধনে বিএনপির আপত্তির কথাও ইসিকে জানিয়েছে বিএনপি।
এ সময় গয়েশ্বর রায়ের সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন।
খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here