ইসরায়েলের স্বাধীনতা দিবসে যা বললেন বাংলাদেশী হিন্দু নেতারা

0
261

খবর৭১: মধ্যপ্রাচ্যের বিতর্কিত রাষ্ট্র ইসরায়েলের ৭০তম স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়। ইসরায়েলি গণমাধ্যম জুয়িশ প্রেসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের মতো দেশ থেকেও ইসরায়েলের জন্য শুভেচ্ছাবার্তা এসেছে। হিব্রু ক্যালেন্ডার অনুসারে এ বছর ১৯ এপ্রিল ছিল ইসরায়েলের স্বাধীনতা দিবস।

প্রসঙ্গত, বাংলাদেশের সঙ্গে ইসরায়েলের কোনো কূটনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। স্বাধীনতার পর ইসরায়েলের পক্ষ থেকে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে মন্ত্রিসভায় একটি চিঠি পাঠানো হলেও তৎকালীন সরকার তার কোনো উত্তর দেয়নি।

ইসরায়েলের স্বাধীনতা দিবসে বিশ্ব হিন্দু সংগ্রাম কমিটির সভাপতি শিপন কুমার বসু বলেন, ‘একজন বাংলাদেশী হিন্দু হিসেবে এই বিশেষ উপলক্ষে আমার শুভেচ্ছা ও ভালোবাসা সবার প্রতি।’

তিনি আরো বলেন, ‘আমার কাছে ইসরায়েল হচ্ছে বিশ্বশান্তির প্রতীক। মুসলিম বিশ্বে সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে একমাত্র ইসরায়েলই রুখে দাঁড়িয়েছে।’

এই হিন্দু নেতার ভাষায়, ‘শেখ হাসিনা সরকার যখন বাংলাদেশী হিন্দুদের হত্যা করছে ও তাদের সম্পত্তি জব্দ করছে, তখন ইসরায়েল সারা বিশ্বে শান্তি ছড়িয়ে দেয়ার জন্য কাজ করছে।’

শিপন কুমার বলেন, ‘আমরা এক অদ্ভূত ভূখণ্ডে বাস করছি, যেখানে তিনবার পরিচয় পরিবর্তন করতে হয়েছে। ১৯৪৭ সালের আগে আমরা ভারতীয়, ১৯৪৭ সালের পরে পূর্ব-পাকিস্তানি এবং ১৯৭১ সালের পরে বাংলাদেশী হয়েছি।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশী হিন্দুদের কাফের হিসেবে বিবেচনা করা হয়। ইসলামী আইনের মতো তাদের সব ধরনের বৈষম্য সহ্য করতে হয়। আমরা বাধ্য হয়ে ভারতে পালিয়ে যাই। কিন্তু সেখানেও আমাদের অনুপ্রবেশকারী হিসেবে দেখা হয়।’

ইসরায়েলি গণমাধ্যমকে শিপন কুমার বলেন, ‘আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারি না, সংস্কৃতি চর্চা করতে পারি না। আমাদের সত্য বলার কোনো অধিকার নেই। প্রতিবাদ করলে আমাদের নির্যাতন করা হয়। মুসলিম মৌলবাদীরা পরিবারের সামনে আমাদের মা-বোনদের ধর্ষণ করে। মৃত্যুর ভয় দেখিয়ে তারা হিন্দুদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করে।’

তিনি জানান, বাংলাদেশী হিন্দুদের প্রত্যাশা, গত ৭০ বছরের মতো আগামী ৭০ বছরে ইসরায়েল সারা পৃথিবীতে মানবতার কাজ চালিয়ে যাবে এবং বাংলাদেশী হিন্দুদের স্বাধীনতা অর্জনে সহায়তা করবে।

শিপন কুমার বলেন, ‘আমাদের প্রত্যাশা, ইসরায়েল আমাদের ভূমিতে আমাদের অধিকার পেতে সহায়তা করবে। ইসরায়েলি ভাই-বোনদের প্রতি আমাদের আবেদন, তারা আমাদের শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে সহায়তা করবে।’
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here