ইসরায়েলের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা

0
245

খবর৭১ঃ ইসরায়েলের সেনাবাহিনী ২৪ ঘণ্টায় গাজার শতাধিক স্থানে বোমা হামলা চালিয়েছে। শুক্রবার রাতে ইসরায়েলি বাহিনী নিজেই এ তথ্য জানিয়েছে। খবর পার্সটুডের

তারা দাবি করেছে, গাজা উপত্যকা থেকে তেল আবিবে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর বোমা হামলা করা হয়েছে। জঙ্গি বিমান থেকে এসব বোমা ফেলা হয়।

তবে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলি দাবি প্রত্যাখ্যান করে বলেছে, গাজা থেকে তেল আবিবে কোনো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়নি।
গত কিছু দিন ধরে ভিত্তিহীন দাবি তুলে গাজায় হামলা বাড়িয়েছে ইসরায়েল। ২০১৭ সাল থেকে বিমান থেকে বোমা ফেলার প্রবণতা বেড়েছে।

২০০৬ সাল থেকে গাজার ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে দখলদার ইসরায়েল। গাজাবাসীদের জন্য স্থল, জল ও আকাশ পথ পুরোপুরি বন্ধ। এর ফলে গাজার মানুষ মারাত্মক সংকটের মধ্যে জীবনযাপন করছে।
খবর৭১ /জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here