ইরান বানালে সৌদি আরবও পরমাণু বোমা বানাবে’

0
310

খবর৭১:সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ইরান পরমাণু বোমা তৈরি করলে সৌদি আরবও করবে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ হুশিয়ারি দেন তিনি।

সিবিএস চানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সালমান বলেন, ‘সৌদি আরব কোনো পারমাণু অস্ত্র চায় না। তবে ইরান যদি পারমাণু বোমা তৈরি করে, তাহলে আমরাও যত দ্রুত সম্ভব তার অনুসরণ করব। ’

আগামী রবিবার টেলিভিশন চ্যানেলটিতে এ সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা রয়েছে। তবে বৃহস্পতিবার চ্যানেলটিতে এর চুম্বক অংশ দেখানো হয়।

আঞ্চলিক প্রভাব বিস্তারে মধ্যপ্রাচ্যে সৌদি আরব ও ইরানের মধ্যকার লড়াই নতুন নয়। এ অঞ্চলের বিভিন্ন দেশে দুই দেশ কার্যত এক ধরনের ছায়াযুদ্ধে লিপ্ত।

১৯৭৯ সালে ইরানে সংঘটিত ইসলামী বিপ্লবের পর থেকেই ইরানকে শক্ত প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে আসছে সৌদি আরব।

প্রিন্স সালমানের এ বক্তব্যের পর উভয় দেশের অস্ত্র প্রতিযোগিতা নতুন মাত্রা পেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here