ইরান পারমাণবিক বোমা বানালে সৌদি আরবও বানাবে:যুবরাজ

0
256

খবর৭১:সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আমেরিকার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান পারমাণবিক বোমা বানালে প্রয়োজনে সৌদি আরবও বানাবে।

ইরানকে মোকাবেলায় সৌদি আরব নিউক্লিয়ার বোমা বানাবে কিনা- সে প্রশ্নের উত্তরে যুবরাজ সালমান বলেন, ‘সৌদি আরব কোনো ধরনের নিউক্লিয়ার বোমা তৈরি করতে চায় না। তবে ইরান যদি নিউক্লিয়ার বোমা বানায় তবে সৌদি আরব যুত দ্রুত সম্ভব সে পথ অনুসরণ করবে।

ইরানের সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনিকে মধ্যপ্রাচ্যের নতুন হিটলার হিসেবে অভিহিত করার বিষয়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল।

‘আপনি কি আয়াতুল্লাহ খামেনিকে ‘নিউ হিটলার অব মিডল ইস্ট’ বলে মন্তব্য করেছেন?’ জবাবে যুবরাজ সালমান বলেন, ‘বিলক্ষণ’।

কেন? সে প্রশ্নে সৌদি যুবরাজ বলেন, ‘কারণ তিনি আধিপত্য বিস্তার করতে চান। তিন মধ্যপ্রাচ্যে নিজের প্রজেক্ট বা নিজস্ব উচ্চাকাঙ্খা বাস্তবায়ন করতে চান। ঠিক যেভাবে হিটলার চেয়েছিলেন এবং ইউরোপে ও বিশ্বের অনেক দেশই বুঝতে পারেনি তার ভয়াবহতা যতক্ষণ না বিপদজনক পরিণতি ঘটেছে। সেই একইরকম ঘটনা মধ্যপ্রাচ্যে ঘটুক সেটি আমি চাইনা। ‘
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here