ইরানের সঙ্গে নতুন পরমাণু চুক্তির ইঙ্গিত

0
240

খবর৭১:যুক্তরাষ্ট্র সফরে আছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেছেন ম্যাক্রোঁ।

আর এই বৈঠকের পর ইরানের পরমানু কর্মসূচির বিষয়ে নতুন চুক্তির ইঙ্গিত দিয়েছেন তিনি।
বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, নতুন চুক্তিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল কর্মসূচির বিষয়ে উল্লেখ থাকবে। একই সাথে মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকার বিষয়টিও আমলে রাখা হবে।

প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে ছয় জাতির ওই চুক্তি নিয়ে ২০১৫ সালে অসন্তোষ প্রকাশ করেন। প্রেসিডেন্ট ট্রাম্প ওই চুক্তিকে ‘একটি মারাত্মক ভুল’ হিসেবেও উল্লেখ করেন। পরে অবশ্য তিনি আরও বড় পরিসরে একটি চুক্তির ব্যাপারে আভাস দিয়েছিলেন। এমন পরিপ্রেক্ষিতেই ফ্রান্সের প্রেসিডেন্ট এ ধরনের মন্তব্য করলেন।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় সই করা ওই চুক্তির মেয়াদ আগামী ১২ মে শেষ হবে। ওই তারিখের পর এই চুক্তি আবারও নবায়ন করতে হবে।

কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তির মেয়াদ না বাড়ানোর হুমকি দিয়েছেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here