ইবি’র শহীদ জিয়াউর রহমান হলে নতুন প্রভোস্টে’র দায়িত্ব গ্রহণ

0
372

খবর৭১ঃইসলামী বিশ্ববিদ্যালয় শহীদ জিয়াউর রহমান হলে আইন বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আক্রাম হোসেন মজুমদারকে আগামী দুই বছরের জন্য নতুন প্রভোস্ট হিসাবে দায়িত্ব প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার হলের প্রভোস্ট কক্ষে নতুন প্রভোস্ট এর দায়িত্ব গ্রহণ ও হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী বলেন, যাকে যেই দায়িত্বই দেয়া হোক না কেন, সে যদি অর্পিত দায়িত্বকে নিজের মনে করে কাজ শুরু করে তবে সব সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, হলের উন্নয়ন একটি চলমান ধারাবাহিক প্রক্রিয়া। হল ভালো থাকলে বিশ্ববিদ্যালয ভালো থাকবে। তিনি হলের আবাসিক ছাত্রদের উদ্দেশ্যে বলেন, ভালো ছাত্র হবার থেকে গুরুত্বপূর্ণ হলো ভালো মানুষ হওয়া। তিনি জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসী কর্মকান্ড থেকে দুরে থাকার বিষয়ে ছাত্রদেরকে বর্তমান প্রশাসনের জিরো টলারেন্স নীতির কথা স্মরণ করিয়ে দেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান বলেন, বিদায়ী প্রফেসর ড. মোঃ আব্দুস শাহীদ মিয়ার ব্যক্তিগত জীবনের প্রতিচ্ছবি হল পরিচালনার ক্ষেত্রে পড়েছে। তিনি আশা প্রকাশ করেন নবনিযুক্ত প্রভোস্ট প্রফেসর ড. মোঃ আক্রাম হোসেন মজুমদার হল পরিচালনার ক্ষেত্রে সেই ধারাবাহিকতা রাখবে। তিনি বিদায়ী ও নতুন প্রভোস্টকে ¯^াগত ও অভিনন্দন জানান। অপর বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বলেন, আমি এই অনুষ্ঠানে এসে গর্ববোধ করছি। কারন বিদায়ী ও নতুন প্রভোস্ট দুজনই আমাদের ছাত্র। তিনি আশা প্রকাশ করেন, বিদায়ী প্রভোস্টের ন্যায় বর্তমান দায়িত্বপ্রাপ্ত প্রভোস্ট হলের আবাসিক ছাত্রদের ভালো রাখবেন। তিনি হল পরিচালনায় বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সাধ্যমতো সকল ধরনের সাহায্য ও সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে হলের আবাসিক নবনিযুক্ত হাউস টিউটর ও আবাসিক ছাত্র বক্তব্য রাখেন। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. পরেশ চন্দ্র বর্ম্মন, প্রক্টর (ভারঃ) ড. আনিছুর রহমান প্রমুখ।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here