ইবির দেশরত্ন শেখ হাসিনা হলের উদ্বোধন

0
360

খবর৭১:রুমি নোমান,ইবি প্রতিনিধি-ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের (দ্বিতীয় ফেজ) উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯ টায় দ্বিতীয় ফেজের উদ্বোধনের মাধ্যমে হলের আবাসিক ছাত্রীদের জন্য উন্মুক্ত করে দেন উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী।
এসময় উপস্থিত ছিলেন দেশরত্ন শেখ হাসিনা হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রধান প্রকৌশল (ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার আলিমুজ্জামান টুটুল, ইবিসাসের সভাপতি মোস্তফা জুবায়ের আলম, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, ঠিকাদার রাজু আহমেদ,আকবর হোসেন ও কাইয়ুম। উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম শোয়াইব আহমাদ।
দেশরত্ন শেখ হাসিনা হলের দ্বিতীয় ফেজের মোট আসন সংখ্যা ৪৫০। ইতোমধ্যে সবকয়টি আসনে ছাত্রীদের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত,গত ৭ জানুয়ারী ইবির চতুর্থ সমাবর্তনে মহামান্য রাষ্ট্রপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অ্যাডভোকেট আব্দুল হামিদ একাধিক প্রকল্পের সাথে দেশরত্ন শেখ হাসিনা হলের (দ্বিতীয় ফেজ) শুভ উদ্বোধন করেন।

খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here