ইবিতে ভালোবাসা দিবস উপলক্ষ্যে রম্য বিতর্ক

0
385

ইবি প্রতিনিধিঃ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষ্যে রম্য বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল ‘নিঃস্বার্থ সেই বন্ধুত্ব, নারীর ছলনায় বিলুপ্ত’। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের পেয়ারা তলায় এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ছাত্র হল বনাম সমন্বিত ছাত্রী হল এ বিতর্কে অংশগ্রহন করে। সরকারী দল হিসেবে সমন্বিত ছাত্র হলের প্রধানমন্ত্রী হিসেবে ছিলেন সাদিকুর রহমান, মাননীয় মন্ত্রি আশিক ও সাংসদ মাছুম। বিরোধী দল হিসেবে সমন্বিত ছাত্রী হলের বিরোধী দলীয় নেত্রী ছিলেন স্বর্ণা, রিরোধী দলীয় উপনেতা সোনালী ও সাংসদ হায়াৎ।

বিতর্কে স্পিকারের দ্বায়িত্ব পালন করেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহবায়ক শাহাদাত হোসেন নিশান। এসময় বিচারক হিসেবে ছিলেন ইবিসাস’র সাধারণ সম্পাদক ইমরান শুভ্র, ইবি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহাদাত তিমির, লালন শাহ হল ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুল্লাহ আল মোনায়েম, বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্য সচিব মুনমুন সুলতানা অন্তরা। সময় নিয়ন্ত্রকের দ্বায়িত্ব পালন করেন রুমি নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবিসাস’র সভাপতি আব্দুল্লাহ আল ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসিফ খান। শেষে সব প্রতিযোগীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই পুবষ্কার দেওয়া হয়।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here