ইবিতে ফোকলোর বিভাগে আন্তর্জাতিক সেমিনার

0
304

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘কারেন্ট ট্রেন্ডস ইন ফোকলোর স্টাডিজ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ফোকলোর স্টাডিজ বিভাগের আয়োজনে মঙ্গলবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. মোহাঃ সাইদুর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা।

এসময় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। সেমিনারে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ভারতের সেন্ট্রাল ইন্সিটিউট অব ইন্ডিয়া ল্যাঙ্গুয়েজ’র অধ্যাপক ড. জওহরলাল হান্ডু। এছাড়াও যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ‘হিস্ট্রি অফ আর্ট’ বিভাগের অ্যধাপক ড. ড্যামন জোসেফ মনটেকলার বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে বক্তারা ফোকলোর অধ্যায়নের সমসাময়িক প্রবনতার বিষয়ে আলোচনা করেন।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here