ইবিতে পিএইচডি সেমিনার অনুষ্ঠিত

0
263

রুমি নোমান, ইবি প্রতিনিধি:

ইসলমী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘ট্রাডিশনাল কন্টাক্ট অ্যান্ড অনলাইন কন্টাক্ট ইন দ্যা লাইট অব আল-ফিক্হ’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আয়োজনে আইন ও শরীয়াহ অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার অনুুষ্ঠিত হয়।

আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মাদ নাজিমুদ্দিনের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন ও শরীয়াহ অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. এ কে মোহা: নুরুল ইসলাম এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোস্তাক মোহাম্মদ আব্দুল মুক্তাদির মুনাওয়ার আলী।

আল-ফিক্হ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু বকর মো. জাকারিয়া মজুমদারের তত্ত্বাবধায়নে সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন সহকারী অধ্যাপক মোহাম্মদ নাছির উদ্দীন।

এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন, আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এম এয়াকুব আলী প্রমুখ।

খবর ৭১/ ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here