ইবিতে নতুন বর্ষের ক্লাস শুরু নবীনদের হাতে ‘বঙ্গবন্ধুর আত্মজীবনী’

0
215

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষবর্ষের স্নাতক ১ম বর্ষের ক্লাস শুরু হয়েছে। মঙ্গলবার আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ৩৩ টি বিভাগে পৃথক পৃথক ভাবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। তবে কিছুটা ব্যতিক্রমী আয়োজন ছিলো অর্থনীতি বিভাগে। বিভাগীয় বরণ শেষে বিভাগের শিক্ষার্থী ও ইবি শাখা ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক মিজানুর রহমান লালনের সহযোগিতায় নবীনদের হাতে তুলে দেওয়া হয় বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’। দুপুর একটায় বঙ্গবন্ধুর ম্যুরাল ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ এর সামনে বইগুলো শিক্ষাক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক আবু রায়হান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভুঁইয়া, মো: মামুন, দেবাশীষ শর্মা, ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান, ছাত্রলীগ কর্মী বিপ্লব, আলামিন, পারভেজ, রিজভী প্রমূখ।

এ বিষয়ে মিজানুর রহমান লালন বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে বইগুলো সংগ্রহ করেছি। বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে পৌছে দিতেই আমার এ উদ্যেগ।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here