ইবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত

0
384

ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘নদী অর্থনীতি উদ্বুদ্ধ করণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অর্থনীতি ও পরিসংখ্যান বিভাগের যৌথ আয়োজনে সোমবার (১২ মার্চ) সকাল ১১ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রওশন আরা সেতুর সঞ্চালনায় ও উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারীর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জামান আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, অর্থনীতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. আব্দুল মুঈদ, পরিসংখ্যান বিভাগের জ্যেষ্ঠ অধ্যাপক ড. কামাল উদ্দিন।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন ‘রিভারাইন পিপল’র মহাসচিব ও দৈনিক সমকালের যুগ্ম সম্পাদক শেখ রোকন। এছাড়া মডারেটর হিসেবে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিসংখ্যান বিভাগের সভাপতি আলতাফ হোসেন রাসেল।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অর্থনীতি, সংস্কৃতি, শিল্প ও সাহিত্যের বিকাশে নদীর কি ভূমিকা ছিল এবং বর্তমানে ক্রমবর্ধমান নদীমৃত্যু ও ভূমিদস্যু কর্তৃক আগ্রাসন রোধে সরকার ও নাগরিক বিশেষ করে বিশ্ববিদ্যালয়সমূহের কি কি করণীয় সেই বিষয়ে বিশদ আলোচনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here