ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ

0
500

খবর৭১: প্রথম ইনিংসেই লজ্জার সাগরে ভেসেছে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ। ফের দ্বিতীয় ইনংসেও একই হতাশায় টাইগাররা। আগের ইনিংসের ক্যারিবিয়ান বোলিং নায়ক কেমার রোচ হ্যামস্ট্রিংয়ের চোটে বলই ধরতে পারলেন না। তাতে কি? এবারের ইনিংসে ক্যারিবিয়ানদের নায়ক বনে গেলেন শ্যানন গ্যাব্রিয়েল।

প্রথম ইনিংসে ৪৩ রানে অল-আউট হওয়ার পরে দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ব্যাটিং ধস। গতকাল ২য় দিনের খেলা শেষে ৬ উইকেট হারিয়ে ৬২ রান তুলতে পেরেছে টাইগাররা।

অ্যান্টিগায় বৃহস্পতিবার ২ উইকেটে ২০১ রান শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েটের সেঞ্চুরিতে ক্যারিবিয়ানরা মোট সংগ্রহ করেছে ৪০৬ রান। তাতে অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসেই বাংলাদেশের চেয়ে স্বাগতিকরা এগিয়ে যায় ৩৬৩ রান। বাংলাদেশের হয়ে ৮৪ রান দিয়ে ৩ উইকেট নিয়ে অভিষেকে সফল হলেন আবু জায়েদ চৌধুরী। ১০১ রান দিয়ে তিন উইকেট নেন মেহেদি হাসান মিরাজও।

এরপর বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে একে একে ছুটেছেন সাজঘরে ফেরার মিছিলে। মিগেল কামিন্স, গ্যাব্রিয়েলের ও জেসন হোল্ডারদের বোলিংয়ে ইনিংস ব্যবধানের হার এড়ানোর কোন সুযোগ এখন নেই বাংলাদেশের সামনে।

প্রথম ইনিংসের মতই দলের ওপেনার তামিম ইকবালকে হারিয়ে উইকেট হারানোর শুরু করে টাইগাররা। সাজঘরে ফেরার আগে তামিম করেছেন ১৩ রান।এই রান করার পথে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৪ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

তামিমের পরেই ফেরেন মুমিনুল হক। রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে ফিরেছেন এই ব্যাটসম্যান। মুমিনুলের পরে ক্যারিবিয়ানদের শিকার লিটন ‍কুমার দাস।তিনি করেছেন দুই রান। তারপর গ্যাব্রিয়েলের ইনসুইঙ্গারে মুশফিকুর রহিম। এরপর ব্যাট হাতে অধিনায়ক সাকিব আল হাসান করেন ১২ রান। একইভাবে দুই রান যোগ করে ফিরলেন মিরাজ। দ্বিতীয় দিন শেষেই হয়তো বাংলাদেশের ইনিংস শেষ হতে পারত। কিন্তু সোহান আর মাহমুদউল্লাহ ‍জুটিটা তা তৃতীয় দিনে নিয়ে গেলেন।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৩৭.৩ ওভারে ৪০৬ (আগের দিন ২০১/২)

(ব্র্যাথওয়েট ১২১, বিশু ১৯, হোপ ৬৭, চেইস ২, ডাওরিচ ৪, হোল্ডার ৩৩, রোচ ৩৩, কামিন্স ১*, গ্যাব্রিয়েল ৫; আবু জায়েদ ৩/৮৪, রুবেল ০/৪৪, কামরুল ১/৬৯, সাকিব ২/৭১, মিরাজ ৩/১০১, মাহমুদউল্লাহ ১/১৮, মুমিনুল ০/৮)।

বাংলাদেশ ২য় ইনিংস: ১৮ ওভারে ৬২/৬ (তামিম ১৩, লিটন ২, মুমিনুল ০, মুশফিক ৮, সাকিব ১২, মাহমুদউল্লাহ ১৫*, মিরাজ ২, সোহান ৭*; গ্যাব্রিয়েল ৪/৩৬, হোল্ডার ২/১৫, কামিন্স ০/১০)।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here