ইউক্রেইনে পুতিনবিরোধী সাংবাদিককে গুলি করে হত্যা

0
246

খবর৭১: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক আরকাদি বাবচেঙ্কো (৪১) নামে খ্যাতনামা এক সাংবাদিককে ইউক্রেইনে গুলি করে হত্যা করা হয়েছে। খবর রয়টার্সের।

হুমকির মুখে দেশ ছেড়ে পালিয়ে আসা ওই সাংবাদিককে মঙ্গলবার তার স্ত্রী বাসার ভিতর গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান। গুরুতর আহত বাবচেঙ্কোকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সরকারবিরোধী লেখালেখির কারণেই বাবচেঙ্কোকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

চেচনিয়ার যুদ্ধে অংশ নেয়া সাবেক ওই রুশ সেনা নিজ দেশে যুদ্ধ বিষয়ক প্রতিবেদনের জন্য পরিচিত ছিলেন। ইউক্রেইন ও সিরিয়া নিয়ে রাশিয়ান নীতির সমালোচনা করার পর প্রাণনাশের হুমকিতে গত বছর দেশ ছেড়ে পালান বাবচেঙ্কো ।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here