আর্থিক প্রশ্নে এক টেবিলে বসতে চলেছে চিরশত্রু দুই দেশ- ভারত পাকিস্তান

0
204

খবর৭১:আর্থিক প্রশ্নে ফের এক টেবিলে বসতে চলেছে চিরশত্রু দুই দেশ- ভারত পাকিস্তান। এবার পাকিস্তানের ভেতর দিয়ে ভারত পণ্য পাঠাবে আফগানিস্তানে তেমন আলোচনাই শুরু হয়েছে।

এর বিনিময়ে পাকিস্তান বেশ ভালো অর্থও পাবে বলে আলোচকরা জানিয়েছেন।
২০১৮ সালের শুরুতেই পাকিস্তানি ভূখণ্ডের ভেতর দিয়ে স্থলপথ ব্যবহার করে ফের ভারত-আফগানিস্তানের বাণিজ্য চালু নিয়ে আলোচনার আভাস দিয়েছিল পাকিস্তান। যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কূটনীতিক এ তথ্য নিশ্চিত করেছেন ভারতের ইকনমিক টাইমস পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে।

সে সাক্ষাৎকারে মার্কিন দূত জন বাস বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়ার মধ্যে স্থলপথ চালু হলে এ অঞ্চলের সবগুলো দেশই লাভবান হবে।

এর আগে দীর্ঘদিন ধরে আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যে এই পথটি ভারতকে ব্যবহার করতে অনুমতি দেয়নি পাকিস্তান। তবে প্রায় দুই মাস আগে পাকিস্তান সরকার প্রথমবারের মতো এ বিষয়ে আফগান কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করতে ইচ্ছার কথা জানিয়েছিল। এবার সে পথটি চালু হলে লাভবান হবে উভয় দেশই।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here