আর্জেন্টিনার নৌপ্রধান বরখাস্ত

0
385

খবর৭১: আর্জেন্টিনার সাবমেরিন এআরএ স্যান হুয়ান ও তার ক্রুদের নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মার্সেলো স্রুরকে বরখাস্ত করা হয়েছে।

শুক্রবার রাতে আর্জেন্টিনার প্রতিরক্ষামন্ত্রী তাকে অবসরে পাঠান। ২০১৬ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট মৌরিচিও ম্যাক্রি ৬০ বছর বয়সি স্রুরকে নৌবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন।

রবিবার (১৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে এ খবর প্রকাশ করা হয়। খবরে বলা হয়, গত মাসে প্যাটাগোনিয়ার উপকূলীয় অঞ্চল থেকে বৈদ্যুতিক সমস্যার কথা জানানোর পর সাবমেরিনটি নিখোঁজ হয়। সাবমেরিনটিতে ৪৪ জন ক্রু ছিলেন।

আন্তর্জাতিকভাবে অনুসন্ধান চালানোর পরও এর কোনো খোঁজ পাওয়া যায়নি। দুই সপ্তাহ আগে অনুসন্ধান কাজ বন্ধ ঘোষণা করা হয়।

গত ১৫ নভেম্বর সকালে সবশেষ স্যান হুয়ান সাবমেরিনের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন নৌবাহিনীর কর্মকর্তারা। উপকূল থেকে ৪৩০ কিলোমিটার দূরে ভালদেজ উপদ্বীপে যাওয়ার পর সেটির সঙ্গে আর যোগাযোগ করা যায়নি।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here